মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ছাত্র সৈয়দ মাসুদ রানা নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে আটক করা হয়েছে অভিযুক্ত সেই বাসচালককে।
বুধবার বিকাল ৪টার দিকে বিইউবিটির সহকারি রেজিস্ট্রার (জনসংযোগ) জিসান আল জুবায়ের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, কিছুক্ষণ আগে লহ্মীপুর থেকে অভিযুক্ত দিশারী পরিবহনের ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
এর আগে, গত সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের যাওয়ার পথে চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকালে ৭২ ঘণ্টা আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৮/মাহবুব