কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদসহ চার দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর তারা এই আবেদন করেন।
তাদের দাবিগুলো হলো- হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, হামলায় আহতদের চিকিৎসাভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী এসে একটি আবেদনপত্র দিয়েছে। আলোচনা সাপেক্ষে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে।’
আবেদনকারীদের মধ্যে সাজ্জাদ হোসেন নামের একজন জানান, আমরা দীর্ঘদিন ধরে একটি ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে আসছি। আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। তারপরও আন্দোলনকারীদের ওপর অন্যায়ভাবে হামলা, গ্রেফতার ও গুম করা হচ্ছে। আমরা এই ধরণের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা যে চার দফা দাবি জানিয়েছে সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করছি।
বিডি প্রতিদিন/ ৪ জুলাই ২০১৮/ ওয়াসিফ