সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, ছাত্রী লাঞ্ছনা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাবিপ্রবি শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরণ পরিষদ শাবিপ্রবি’র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান, অন্তরা পারভীন, ফারুক মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ কোটা আন্দোলনের নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই হামলার বিচার দাবি করছি এবং আহতদের চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে কেন্দ্রীয় নেতাদের মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিলের দাবি করছি।
বিডি প্রতিদিন/ফারজানা