আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিকে ন্যায্য উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ বৃহস্পতিবার বিকেলে সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীরা সড়ক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা তাদের নিরাপদ সড়ক বাস্তবায়নের সকল দাবি ন্যায্য বলে মনে করি এবং এই সকল দাবিসমূহ মেনে নিয়ে তা বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানাই।
একইসাথে আমরা দায়িত্বশীল ব্যক্তিদের সংযত আচরণের জন্য আহ্বান জানাই।’
বিডি প্রতিদিন/এ মজুমদার