সংবাদে মন্তব্য না দেয়ায় সাংবাদিককে ‘গলা কেটে’ হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। তিনি প্রকাশ্যে দৈনিক পূর্বদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চবি সাংবাদিক সমিতির (চবিসাস) প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক জোবায়ের চৌধুরীকে এই হুমকি দেন। বৃহস্পতিবার রাতে নগরীর দামপাড়া বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তাকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব দিয়েছেন বলে দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, দায়িত্ব তো দূরের কথা এ রকম কাউকে আমি চিনি না।
জানা যায়, জোবায়ের চৌধুরী শ্রীমঙ্গলে একটি কর্মশালায় যোগ দেয়ার জন্য রাতে দামপাড়া বাস কাউন্টারে অপেক্ষা করছিলেন। এসময় শাখা ছাত্রলীগ নেতা রেজাউল হক রুবেলের সাথে দেখা হলে তিনি জানতে চান কেন খবরে তার মন্তব্য দেয়া হয়নি। তাকে ব্যারিস্টার নওফেল ক্যাম্পাসের দায়িত্ব দিয়েছেন বলেও জানান তিনি।
নওফেল ভাই ছাত্রলীগের কোনো গ্রুপ চেনেন না জানালে রুবেল উত্তেজিত হয়ে পড়েন এবং কোনো সাংবাদিক যদি তার খবরে মন্তব্য না দেয় তাহলে তাকে গলা কেটে করে মেরে ফেলা হবে। তখন তিনি জোবায়ের চৌধুরীকেও মেরে ফেলার হুমকি দেন। এসময় তার সাথে থাকা নাজমুল ও সাব্বির নামে দুই ছাত্রলীগকর্মী তাকে নিবৃত্ত করার চেষ্টা করে।
হুমকি বিষয়ে জোবায়ের চৌধুরী বলেন, বিষয়টি আমার সংগঠনের নেতৃবৃন্দকে জানিয়েছি। শিগগিরই আইনি পদক্ষেপ নেব।
এদিকে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে কাউকে কোনো দায়িত্ব দেননি বলে জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কোন গ্রুপ আমি চিনি না। আর এখানে দেখভালের জন্য আমি কাউকে দায়িত্ব দেয়নি। রেজাউল হক রুবেল নামের কাউকে আমি চিনি না।
ছাত্রলীগ নেতার হুমকির বিষয়ে তিনি বলেন, সে কে আর কী এমন হইছে যে সাংবাদিকদের তার মন্তব্য নিতে হবে? আমি কেন তাকে দায়িত্ব দেব? একসময় সে আমাদের বাসায় আসতো, আমি মানা করে দিয়েছি। মাঝে বিশ্ববিদ্যালয় কমিটি নিয়েও সে ঝামেলা করতে চাইছিল। সারা বাংলাদেশে চলতেছে সমস্যা। আর সে করে মাস্তানি। হাটহাজারীর ওসিকে বলে দেব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। মাস্তানির মজা একদম বুঝিয়ে দেব।
তিনি আরও বলেন, কোনো অপরাধী আমার নাম ব্যবহার করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।
অন্যদিকে, সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল বলেন, তার সাথে আমার দেখাই হয়নি। আমি এ কথা বলব কেমনে?
বিডি প্রতিদিন/ফারজানা