সড়কে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। এসব মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলেও একেকটা মানুষের মৃত্যু রেখে গেছে একেকটা প্রশ্নচিহ্ন। আর কত প্রাণ গেলে নিশ্চিত হবে নিরাপদ সড়ক? বিচার কি হবে তাদের জীবন কেড়ে নেওয়া ঘাতকদের?
সড়কে মৃত্যুর মিছিলে যোগ হওয়া এমন হাজারো প্রাণের স্মরণে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে এই কর্মসূচি পালন করেছে তারা। এ সময় শিক্ষার্থীরা সমবেত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
নীরবতা পালন শেষে বৃহস্পতিবার নিরাপদ সড়কের দাবিতে রাজধানী ঢাকার মিরপুরে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ এবং পুলিশের হামলার নিন্দা জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এই মিছিলে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সংলগ্ন রাস্তা পেরিয়ে ট্রান্সপোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল থেকে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও মিরপুরে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার দাবি করে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান