সংবাদে মন্তব্য না দেয়ায় সাংবাদিককে 'গলা কেটে' হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। হুমকির বিষয়টি গণমাধ্যমে ও সাংবাদিক মহলে জানাজানি হলে নিন্দার জোয়ারে বয়ে যায়।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর দামপাড়া বাস স্টেশনে এ ছাত্রলীগ নেতা হুমকি দেয়।
গণমাধ্যমে এ খরব ছড়ানোর পর বাংলাদেশের প্রায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ২৭টি ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন প্রেস বিজ্ঞপ্তিতে, লিখিত ও অলিখিত এবং ফোনে এ ঘটনার প্রতিবাদে নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যাল সাংবাদিক সমিতি, ঢাকা এমসি কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ প্রায় ২৭টি সাংবাদিক সংগঠন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংবাদিকতার মত একটি বাধাহীন মুক্ত পেশাকে যারা ভয় ও হুমকির মধ্য দিয়ে কলুষিত করতে চাই তারা কখনোই ন্যায়ের পক্ষে থাকতে পারে না। আমরা আশা করি চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের প্রতিটি ক্যাম্পাসের সাংবাদিকতাদের সুরক্ষা ও স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনায় প্রশাসন ও রাজনৈতিক সংগঠন সংশ্লিষ্ট গণমাধ্যম এবং সাংবাদিক নেতৃবৃন্দ সর্বোচ্চ সহযোগিতা ও গণতান্ত্রিক মানসিকতা পোষণ করবেন।
বিডি প্রতিদিন/০৪ আগস্ট ২০১৮/আরাফাত