শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃসাস্ট রোবটিক্স প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ 'Auto Grand Prix v3.0' এ চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম মসফেট’। এছাড়া ২টি পর্বে অনুষ্ঠিত এই রোবটিক্স প্রতিযোগিতায় ১ম রানার্স আপ হয়েছে ‘টিম দ্যা সার্কেলস’ এবং ২য় রানার্স আপ হয়েছে ‘টিম নো এসকেপ’।
চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন সিএসই বিভাগের শিক্ষার্থী ফাহিমুল ইসলাম ও তামজিদ হোসেন।
শুক্রবার বিকাল পাচঁটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম.এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারি-১ এ দিনব্যাপী এই রোবটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রোবোসাস্টের উপদেষ্টা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাফিজা আনজুম।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি তৌফিক রহমান, বর্তমান সভাপতি উম্মে সুমাইয়া জান্নাত, সাধারণ সম্পাদক মির্জা কামরুল বাশার সোহানসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিযোগিতার আহ্বায়ক আলী তারিক জামান বলেন, ‘রোবোসাস্ট প্রতিবছর এই ইন্ট্রা সাস্ট কন্টেস্টের আয়োজন করে যাতে ভার্সিটির নবীন শিক্ষার্থী ও অন্যান্য যারা রোবোটিক্সে আগ্রহী তাদের রোবোটিক্সের ভিতটা যেন আরো মজবুত করা যায় এবং পরবর্তীতে যাতে তারা আরো বড় বড় প্রজেক্টে কাজের সাহস পায়।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একমাত্র রোবটিক্স বিষয়ক সংগঠন ‘রোবোসাস্ট’ আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৯টি টিমে ৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন