রাজধানীর পুরান ঢাকার রাজপথে আজ রবিবার দুপুরে মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের নেতা কর্মীরা। দুপুর ২টার দিকে ছাত্রলীগের মিছিলটি সদরঘাট, রায়সাহেব বাজার, বাংলাবাজার, লক্ষ্মীবাজার এলাকা পদক্ষিণ করে। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা নানা ধরনের স্লোগান দেন।
জবির সাধারণ সম্পাদক শেখ জয়নাল আবেদীন রাসেল বলেন, শিক্ষার্থীদের সব দাবি-দাওয়া সরকার মেনে নিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী প্রবেশ করে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতেই আমাদের এ মিছিল ও সমাবেশ।
গত ২৯ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব।
তাদের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সারা দেশের জেলায় জেলায় স্কুল শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ শুরু করে। আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/ফারজানা