নিরাপদ সড়ক ও আন্দলোনকারী শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল তারা।
জানা যায়, সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময় মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার রাষ্ট্র, হতে দেব না নষ্ট’, ‘ছোট বড় বিভেদ নাই আমরা সবাই বিচার চাই’ সহ বিভিন্ন শ্লোগন সম্বলিত প্লাকার্ড বহন করে তারা।
এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন