অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৭২ হাজার ৬৫৩ জন। উত্তীর্ণের হার ৯৭ দশমিক আট শতাংশ। প্রকাশিত ফল এসএমএস এর মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu <স্পেস> h3 <স্পেস> রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।
আরও বলা হয়, এই পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৬১৩টি কলেজের দুই লাখ ১৮ হাজার ৬৫৪ জন শিক্ষার্থী ২২১টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল সম্পর্কে কোনও পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনও আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পরে কোনও আপত্তি বা অভিযোগ গ্রহণ হবে না।
বিডি প্রতিদিন/হিমেল