চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) 'চলমান ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে' আগামী ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি আবাসিক হলগুলো আজ মঙ্গলবার থেকে খালি করতেও ছাত্র-ছাত্রীদের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ছাত্রদের মঙ্গলবার বিকেল ৫টা ও ছাত্রীদের আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা