নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এ মিছিল করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে অনুষদ ভবনের নিচ থেকে একটি মিছিল বের। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় অনুষদ ভবনের নিচে এসে শেষ হয়। মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় ছাত্রলীগ নেতা কর্মীরা।
এসময় মিছিল উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, ইকবাল হোসাইন রুদ্র, মোহাম্মাদ আলী, শাহানুর আলম শামীম, মনজুর হাসান, রিজভি আহমেদ পাপন, গোলাম মোস্তফা, তন্ময় কুমার সাহা, ফয়সাল সিদ্দিকী আরাফাত, আব্দুর রহিমসহ কয়েক শতাধিত নেতাকর্মী।
বিডি প্রতিদিন/এ মজুমদার