‘সড়ক পরিবহন আইন-২০১৮’ মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই মিছিল করেন তারা।
শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল পরবর্তী শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে কোমলমতি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ করেছেন। এজন্য জাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে যারা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করবে জাবি শাখা ছাত্রলীগ তাদেরকে কঠোর হস্তে দমন করবে।”
মিছিলে অন্যান্যদের মধ্যে জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, এ এইচ মোর্তুজা রিফাত, মাজেদ সীমান্ত, নাহিদ হোসেন, শামীম শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল, আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুল আলম তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৮/মাহবুব