রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪ দিন ব্যাপী ছায়া আন্তর্জাতিক জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনটি উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
রাবিতে পঞ্চমবারের মত এই ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করে ইউনাইটেড নেশনস ইউথ এন্ড স্টুডেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, এদেশের তরুণসমাজকে যথাযথ সুযোগ-সুবিধা সরবরাহ করতে না পারলে মাদকাসক্ত, বেকারত্বসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে।
এসময় তিনি আরও বলেন, বিভিন্ন কর্মশালা, সেমিনার আয়োজনের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে সাংষ্কৃতিক বিনিময় ঘটছে। ইউনিস্যাবের ছায়া আন্তর্জাতিক জাতিসংঘ সম্মেলন আশা করি তরুণদের সঠিক পথ দেখাবে।
রাবির দ্বিতীয় উপ-উপাচার্য ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, ইউনিস্যাবের মত সংগঠন তরুণদের বহুপাক্ষিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি বিশ্বে সমসাময়িক সমস্যাগুলো নিয়ে তদারকি, বিতর্ক এবং এসব সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়ে কাজ করছে। অংশগ্রহণকারী তরুণরা নিজ দেশের প্রতিনিধিত্ব করছে এবং বিশ্বে সহযোগিতামূলক ঐক্যের তৈরি করছে।
তিনি জানান, ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে আমি নিজেও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। এদেশের তরুণসমাজ এসডিজিসহ ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্য কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
ইউনিস্যাব এর সেক্রেটারি জেনারেল মহাসচিব মামুন মিয়ার সভাপতিত্বে ও সহযোগী সদস্য নাবিলা হিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জন সংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষকুমার কর্মকার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আনজুমান বানু, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাদেকুল আরেফিন প্রমূখ।
এর আগে দুপুর ২টায় সিনেট ভবনের সামনে সম্মেলনে যোগ দিতে আসা দেশব্যাপী ৩২টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবন্ধন করেন। সম্মেলনে যোগ দিয়েছেন মোট ৩০০ শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর