চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদক রিরোধী শোডাউন দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তারা এ শোডাউন বের করে।
শোডাউনটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন, মোহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল, ছাত্রলীগ নেতা নাহিদ আলমসহ আরো অনেকে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ যুদ্ধ ঘোষণা করছে। যে বা যারা এ মাদকদ্রব্যের সাথে জড়িত থাকবে তাদের দায় ছাত্রলীগ নিবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। যারা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশানকে আরও কঠোর হওয়ার আহব্বান জানান বক্তারা।
উল্লেখ্য, উক্ত শোডাউনে প্রায় চার শতাধিক ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার