শিক্ষার্থীদের অবরোধের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (০৮ মার্চ) হল অফিসের সামনেই তিনি এ ঘোষণা দিয়ে উপাচার্যের সাথে দেখা করতে যান। তবে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার হল মসজিদে নামাজ আদায় করছিলেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র রাইহান। এসময় ওই প্রভোস্টপুত্রের পা রাইহানের মাথায় লাগে। এরপর রাইহান তার কোন বিভাগ জানতে চাইলে ক্ষেপে গিয়ে প্রাধ্যক্ষপুত্র ‘দুই পয়সা’র ছাত্র বলে মন্তব্য করে। এসময় প্রাধ্যক্ষ মিজানুর রহমানও এসে জানতে চান কোন শিক্ষার্থী তার ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করেছে? তাকে নিয়ে আসার কথা বলেন। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন এবং তাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে প্রাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান ছাত্রদের কাছে ক্ষমা চান এবং পদত্যাগ করার ঘোষণা দেন। এরপর তিনি উপাচার্যের সাথে দেখা করতে যান বলে জানা যায়।
এসব বিষয়ে জানতে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমানের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল