নারী দিবস উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার (৮মার্চ) বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে এই আয়োজন করে তারা।
এসময় ছাত্রলীগ নেত্রী জান্নাতুল নাইম জেরীর নেতৃত্বে ২১ জন পথশিশুর মাঝে রুটি,কলা বিতরণ করা হয়। ছাত্রলীগ নেত্রী জান্নাতুল নাঈম জেরী বলেন, নারী দিবসকে কেন্দ্র করে সাধ্য অনুয়ায়ী আমরা পথশিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। এতে পথশিশুদের কিছুটা আনন্দের ক্ষণ তৈরি হয়েছে। ভবিষ্যতে এরকম আরো ভালো কাজ করে যেতে চাই।
এতে শাখা ছাত্রলীগের নেত্রী রুম্পা, সায়লা, নুসরাত জাহান, ইভা, সপ্নীল, জ্বীম, নিপা, তানিজ, জান্নাত, নুসরাত, নাজমীন, তুবা, শশী, বৈশাখি, মীম,সানজী ও মরিয়মসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল