চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) ও হল সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন প্রতিবন্ধী প্রার্থী। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও তাদের নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে।
এবারের ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ৭৩১ জন প্রার্থীর মধ্যে সাতজন প্রতিবন্ধী। অন্যান্য প্রার্থীদের মতো তারাও ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। এর মধ্যে ডাকসুতে প্রার্থী হয়েছেন চারজন। তারা হলেন, বামজোটের সদস্য পদে আমজাদ হোসেন, ছাত্রলীগের যোশীয় সাংমা চিবল, স্বতন্ত্র রুবেল মিয়া, সাহিত্য সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী শাহীন আলম।
আবাসিক হলে প্রার্থী হয়েছেন তিনজন। এরা হলেন, সূর্যসেন হলে জিএস পদে শওকত হোসেন, সূর্যসেন হলে সমাজসেবা সম্পাদক পদে রবিউল ইসলাম রুবেল, মুহসীন হলে সমাজসেবা সম্পাদক আবুল হোসেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন