শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন সাস্ট)-এর উদ্যোগে প্রথমবারের মতো ‘ন্যাশনাল স্কিলস ফেস্ট’১৯ সম্পন্ন হয়েছে।
শনিবার দিনব্যাপী এ প্রতিযোগিতার পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এপটিটিউড টেস্ট, অনলাইন স্পিচ কম্পিটিশন ও প্রো প্রেজেন্টার কম্পিটিশন নামক তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এপটিটিউড টেস্টে চ্যাম্পিয়ন এ কে এম ফখরুল হাসান, প্রথম রানারআপ আব্দুল্লাহ আল নাদিম ও
দ্বিতীয় রানারআপ হয়েছেন মোহাম্মদ নাজমুস সালেহীন। অনলাইন স্পিচ কম্পিটিশনে চ্যাম্পিয়ন মোহাম্মদ আবু রেদওয়ান খান, প্রথম রানারআপ আব্দুল্লাহ আল মাশরুর ও দ্বিতীয় রানারআপ হয়েছেন বনানী হুরী বহ্নি।
প্রো প্রেজেন্টার কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম অপটিমাম। প্রথম রানারআপ টিম ইকোজেন ও দ্বিতীয় রানারআপ হিসেবে পুরস্কৃত হয় টিম সিক্স সিগমা। বিজয়ীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী এ ফেস্ট অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। জিডিএন সাস্ট’র সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আধুনিক ভাষা ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, প্রভাষক মাহাথীর মোহাম্মদ বাপ্পী প্রমুখ। এছাড়া ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর সিইও শিব্বির আহমেদ, ক্যাপস্টোন এর ডিরেক্টর এন্ড সিইও তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, আমাদেরকে ক্লাসরুমের বাইরেও বিভিন্ন কাজে দক্ষ হতে হবে। দেশের স্বার্থে আমাদেরকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন, আমাদেরকে মেধাবী হলেও হবে না, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে৷ এজন্য সংগঠনগুলোর এ ধরনের প্রোগ্রাম খুবই কার্যকরী বলে মন্তব্য করেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর