৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।কার্যনির্বাহী কমিটির নির্বাচনে শেখ নূর কুতুবুল আলম (সভাপতি) ও মোবারক হোসেন (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন।
সারা দেশে একযোগে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শেখ নূর কুতুবুল আলম বর্তমানে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের (রাষ্ট্রবিজ্ঞান) প্রভাষক এবং মোবারক হোসেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদকসহ মোট ৭টি পদের জন্য নির্বাচনে ৩টি প্যানেলে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে অ্যাসোসিয়েশনের এ অনলাইন ভোটিং। ভোটিং কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পরই বেসরকারি ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব মো. সেলিম।
নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ নূর কুতুবুল আলম। অন্যদিকে ৪৫ শতাংশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন।
এছাড়া নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মিঠুন মজুমদার, কোষাধ্যক্ষ সমর বিশ্বাস এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাকিরুল ইসলাম।
জানা যায়, সারা দেশের ৩৫তম বিসিএসের প্রায় ৮০০ এর অধিক শিক্ষা ক্যাডার কর্মকর্তার মধ্যে ৬৩২ জন তাদের নিজ নিজ কর্মস্থলে থেকেই ভোট প্রদান করেন। ভোটিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রধান ভোট পরিচালনা কেন্দ্র ছিল রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন