দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর সমাবর্তন আগামী ২১ মার্চ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের উত্তরায় স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্যের পক্ষে সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উল্লেখ্য, আইইউবিএটির অক্টোবর ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক- স্নাতকোত্তর ডিগ্রিধারী সকল গ্র্যাজুয়েট ২০১৯ সালের সমাবর্তনের অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।
সমাবর্তনের অংশগ্রহণের জন্য আগামী ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে (http://iubat.edu/convocation/reg)রেজিস্ট্রেশন করা যাবে। সমাবর্তনের বিস্তারিত তথ্যাদি বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের (www.iubat.edu)ওয়েব সাইটে যথাসময়ে প্রকাশ করা হয়েছে।আরো বিস্তারিত জানতে ৫৫০৯১৮০১-৫ নাম্বারে কল করুন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৯/মাহবুব