বগুড়া সরকারী আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ মহান স্বাধীনতা দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী।
এসময় সরকারী শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর এজাজুল হক, আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রফেসর আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সা: সম্পাদক সহ: অধ্যাপক ফারুক আহম্মেদ, ক্রীড়া শিক্ষক আব্দুল আলীম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা একটি করে দলে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার