আন্তঃবিশ্ববদ্যালয় সন্ত্রাসবিরোধী মুটকোর্ট প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) আইন বিভাগ বিজয় লাভ করেছে। এতে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে তারা।
রবিবার (১০মার্চ) আইন অনুষদ মিলনায়তনে ব্রাইট বাংলাদেশ ফোরাম এবং ইউএসএআইডি’র যৌথ উদ্যোগে ‘ইন্টার ইউনির্ভাসিটি ল’ ক্লিনিক চট্টগ্রাম’ শীর্ষক মক ট্রায়াল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগকে নেতৃত্ব দান করেন সাবেক জজ ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত, বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান। এতে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রাষ্ট্রে ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কোন দুর্নীতিবাজ-সন্ত্রাসী কোনভাবে আইনের খুটিনাটি দিক দিয়ে যেন খালাস না পায় সেদিকে যেমন সজাগ থাকতে হবে তেমনি কোন নিরপরাধ ব্যক্তিও যেন আইনের অপব্যাখ্যায় পড়ে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকেও আইনজীবীসহ আইন পেশায় নিয়োজিত সকলকে সুদৃষ্টি রাখতে হবে।
উপাচার্য বর্তমান সরকার ঘোষিত জঙ্গি-সন্ত্রাস-মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি সম্মান রেখে দেশের আইনজীবীসহ সকল আইন বিজ্ঞানীদের নিজ নিজ অবস্থান থেকে ন্যায়-নীতি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম আবু নোমান। এছাড়াও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী, ইউএসএআইডি'র প্রতিনিধি নাদিরা শাহীন ও ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল দত্ত এতে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর