ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আন্দোলন মঞ্চ। মঙ্গলবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয় আম চত্বরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর লিখিত বক্তব্যে বলেন, বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে প্রশাসনের অনিয়ম ও ক্ষমতাসীন এবং দলের ছাত্র সংগঠন ভোট কেন্দ্র দখল ও ভোট কারচুপির মাধ্যমে শ্রেষ্ঠ বিদ্যাপিঠখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলঙ্কিত ইতিহাস সৃষ্টি হয়েছে। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন ছাত্র নেতা ও শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। হামলাকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দাবি করেন তিনি।
এদিকে রাকসু আন্দোলন মঞ্চ প্রগতিশীল ছাত্র ঐক্য ভোট বর্জনকারী সকল প্যানেলের নেতৃবৃন্দের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত ডাকসুর নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণ এবং রাকসুসহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, আন্দোলন মঞ্চের সদস্য, মাসুম, ফাতেমা, মো. আলহাজ¦, সাকি, মেহেদী প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ