বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পয়লা বৈশাখ উদযাপনের মুহূর্তে সাইকেল চুরির সময় সোহাগ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি মাস্টার কী (তালা খোলার চাবি) উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রবিবার বেলা ১১টায় পয়লা বৈশাখ উদযাপনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততার সুয়োগ নিয়ে সোহাগ নামের এক ব্যক্তি চুরির উদ্দেশে ১নং শিক্ষক ডরমেটরিতে প্রবেশ করে। এ সময় শিক্ষক ডরমেটরিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান সোহাগকে সন্দেহ করেন এবং কোথায় যাবেন জিজ্ঞাসা করেন?
এসময় সোহাগ বিপ্লব নামের এক শিক্ষকের কথা বলে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এ নামে কোনো শিক্ষক না থাকায় আজিজুর রহমানের মনে সন্দেহ হয় এবং পরে এক কর্মচারীকে দিয়ে সোহাগের পকেট সার্চ করলে একটি চাবি পাওয়া যায়। এতে সন্দেহ আরো প্রবল হলে তাকে বিশ্ববিদ্যালয় পুলিশের হাতে তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ শামসুজ্জামান জানান, সন্দেহভাজন হওয়ায় এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুহিব্বুল ইসলাম বলেন, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে একটি চাবি পাওয়া গেছে। আরো জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন