ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মেয়েদের হোস্টেলের সামনে ম-৫৫ ব্যাচের এক ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে ও ক্যাম্পাসে স্থায়ীভাবে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কলেজের একাডেমিক ভবনের প্রধান গেটসহ সকল ক্লাসরুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার সন্ধ্যার দিকে এক ছাত্রী ইফতার কিনে হোস্টেলে ফিরছিলো। এসময় ওই ছাত্রীকে একা পেয়ে এক যুবক তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ অবস্থায় সে চিৎকার দিলেও কোন নিরাপত্তাকর্মীর সাড়া মেলেনি।
পরে এ বিষয়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন যাবত ক্যাম্পাসে স্থায়ীভাবে নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হলেও এ বিষয়ে প্রশাসন কর্ণপাত করছে না। সে সুযোগে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটেই চলছে। এবার এর দৃশ্যমান সমাধান চাই। পর্যাপ্ত নিরাপত্তা না দিতে পারলে অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে।
তাদের দাবিগুলো হচ্ছে- বহিরাগত ওই দ্রুত যুবককে গ্রেফতার, কলেজ হোস্টেলের গেটে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী, ছাত্রী হোস্টেলের গেটসহ পুরো ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আনসার নিয়োগ ও পুলিশী টহল বাড়ানো।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় বসেছে কলেজ প্রশাসন।
বিডি প্রতিদিন/ফারজানা