আন্তর্জাতিক র্যাংকিংয়ের শীর্ষে থাকা ব্রিস্টলের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই)-এর বাংলাদেশি অ্যালামনাই-এর একটি গেট টুগেদার ও ইফতার মাহফিল সম্প্রতি ঢাকার হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং ইউডব্লিউই ব্রিস্টলের একজন বিশিষ্ট অ্যালামনাই আবু তাহের মো. সাইফুর রহমান। এছাড়া লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (সাউথ)-এর হেড অব ল’জ ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী; নটিংহাম ল’ একাডেমির প্রিন্সিপাল ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল মুন্তাকিমসহ বিশিষ্ট ব্যারিস্টারগণ এবং অন্যান্য পেশাজীবীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান তার বক্তব্যে বার ও অন্যান্য পেশার তরুণ স্নাতকদের উদ্দেশ্য আইনী পেশায় বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে এবং এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ইউডব্লিউই ব্রিস্টল কীভাবে সাহায্য করেছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম