জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ বলেছেন, বাংলাদেশের অসাধারণ অগ্রগতির কথা জার্মানির সাধারণ মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন। বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে তা করা সম্ভব।
বুধবার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ক্যাম্পাস পরিদর্শন কার্যক্রমের শুরুতেই রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ বিশ্ববিদ্যয়য়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মিলান পাগনের সঙ্গে সাক্ষাত করেন। এরপর তিনি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের 'ব্রডকাস্ট জার্নালিজম (টিভি) ল্যাব' এবং 'অডিও ভিজুয়াল পোস্ট প্রোডাকশন ল্যাব' পরিদর্শন করেন। বিভাগের 'ব্রডকাস্ট জার্নালিজম (টিভি) ল্যাবে তিনি শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় একটি আলোচনায় অংশগ্রহণ করেন। এটি সঞ্চালনা করেন বিভাগের প্রধান, অধ্যাপক জাকির হোসেন রাজু।
এছাড়া, জার্মান রাষ্ট্রদূত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাত করেন।
সাক্ষাতকালে তিনি আইইউবি ও জার্মান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ