১৬ জুন, ২০১৯ ২০:১৫

চবি প্রকৌশলীর রুমে তালা

চবি প্রতিনিধি:

চবি প্রকৌশলীর রুমে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমানের রুমে তালা ও মুঠোফোনে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।  রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মাহফুজুর রহমান বলেন, সকাল ১০টার দিকে অপরিচিত ১ নাম্বার থেকে আমার ফোনে কল আসে। ছাত্রলীগের পরিচয় দিয়ে অফিসে তালা লাগিয়েছে বলে জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে না আসার জন্য আমাকে হুমকি দেয়। 
 
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সাবেক সভাপতি জাকের আহমদের দখলে থাকা সম্পত্তি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়। সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে বিভিন্ন ভাবে তার হামলার শিকার হতে হয়েছে। এরি প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেন এবং হাটহাজারী থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়। এর আগেও বিভিন্ন কারণে সে বিশ্ববিদ্যালয় থেকে অনেকবার বহিষ্কার হয়েছিলেন। সম্প্রতি সে জামিনে বেরিয়ে এসেছে। রেজিস্ট্রার বরাবর আমি মৌখিক অভিযোগ জানিয়েছি। 

ওই নাম্বারে যোগাযোগ করা হলে মোবাইলের মালিক নোমান বলেন, আমার নাম্বার থেকে মুজাহিদ কল দিয়েছিলো। তবে কাকে কি জন্য কল দিয়েছিল আমি জানি না।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর