শিরোনাম
২৬ জুন, ২০১৯ ২০:৩০

রাবির সেই শিক্ষককে ক্লাস-পরীক্ষা থেকে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবির সেই শিক্ষককে ক্লাস-পরীক্ষা থেকে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানির অভিযোগ উঠা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীকে ক্লাস-পরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি কমিটিও ইনস্টিটিউটের পক্ষ থেকে গঠন করা হযেছে।

আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী বলেন, যে শিক্ষাবর্ষের ছাত্রীর কাছ থেকে আমরা অভিযোগপত্র পেয়েছি, আপাতত সেই শিক্ষাবর্ষের ক্লাস-পরীক্ষা নেয়া থেকে বিরত থাকতে ওই শিক্ষককে বলা হয়েছে। আর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমরা ইনস্টিটিউটের তিনজন শিক্ষককে দায়িত্ব দিয়েছি। ঘটনা যাচাই-বাচাই শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষক ক্লাস পরীক্ষা নিবেন না। আমরা যাদেরকে সত্যতা যাচাইয়ের দায়িত্ব দিয়েছি, তাদের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।  

এর আগে গত মঙ্গলবার দুপুরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে একই ইনস্টিটিউটের এক ছাত্রী লিখিত অভিযোগ দেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর