আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে বড় ধরণের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ছাত্রাবাস ঘোষনার নোটিশ টানিয়েছে কলেজ প্রশাসন। এরপর থেকে শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে চলে যান। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবতী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রাবাস বন্ধ ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।
জানা যায়, এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাদের ছত্রচ্ছায়ায় বহিরাগতরাও অবস্থান করছিলেন।
এ ছাড়া ছাত্রাবাসের রুম দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে প্রায়ই ছোটখাটে সংঘর্ষ চলে আসছিল। সম্প্রতি এমসি কলেজের পার্শ্ববর্তী সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কয়েক নেতা এমসি কলেজ ছাত্রাবাসে প্রভাব বিস্তার করতে আসলে ছাত্রাবাস উত্তপ্ত হয়ে ওঠে। গত সোমবার রাত থেকে উভয় পক্ষ ছাত্রাবাসে অস্ত্রসস্ত্র মজুদ করা শুরু করে। এমতাবস্থায় কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন