২০ আগস্ট, ২০১৯ ১৭:৫৭

বেরোবিতে ক্যাম্পাস রেডিও’র যাত্রা শুরু

সৌম্য সরকার, বেরোবি প্রতিনিধি :

বেরোবিতে ক্যাম্পাস রেডিও’র যাত্রা শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাস রেডিও এর সম্প্রচার শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এই রেডিওর পরীক্ষামূলক সম্প্রচারের উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরই প্রথম ক্যাম্পাস রেডিও চালু করলো। আগস্ট মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করার অভিপ্রায় নিয়ে শুরু করা হয়েছে বেরোবি ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার। শোকাবহ আগস্টে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ বঙ্গবন্ধু’র বিভিন্ন সময়ের অন্যান্য ভাষণও বেরোবি ক্যাম্পাস রেডিও সম্প্রচার করবে বলেও জানান তিনি। 

এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মো. রশীদুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, শহীদ মুখতার ইলাহী হল এর সহকারী প্রভোস্ট মো. শামীম হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহা. মাহামুদুল হক, অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস রেডিও শুনতে লগইন করতে হবে www.brucr.net এই সাইটে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর