২০ সেপ্টেম্বর, ২০১৯ ২০:০৮

হাবিপ্রবিতে বর্নাঢ্যভাবে শিক্ষার্থীদের বিতর্ক উৎসব অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে বর্নাঢ্যভাবে শিক্ষার্থীদের বিতর্ক উৎসব অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যাম্পাসে রংপুর বিভাগের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার সকালে ডিডেটিং সোসাইটি অব এইচএসটিইউ’র আয়োজনে হাবিপ্রবিতে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে ক্যাম্পাসসহ মহাসড়ক প্রদক্ষিন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবি”র ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম। 

ডিডেটিং সোসাইটি অব এইচএসটিইউ’র সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন, রংপুর বিভাগের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগীতা, বিতর্ক কর্মশালা, ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালাসহ মোট ৫ ধরনের প্রদর্শনী বিতর্ক হয়। বিতর্কগুলো ছিল সনাতনী বিতর্ক, সাংসদীয় বিতর্ক, বৈশ্বিক বিতর্ক, প্লানচার্ট বিতর্ক, বিভিন্ন অ লের নিজস্ব ভাষায় আঞ লিক বিতর্ক এবং পেশাজীবী বিতর্ক। 

এছাড়াও হাবিপ্রবিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈশ্বিক বিতর্কও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য ছিল উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক, পাবলি স্পিকিং। পরে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। 

ডিডেটিং সোসাইটি অব এইচএসটিইউ’র সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মো.ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড শাহাদাৎ হোসেন খান, জনসংযোগ ও  প্রকাশনা শাখার পরিচালক  প্রফেসর ড শ্রীপতি সিকদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে  ছিলেন, হাবিপ্রবি’র প্রভাষক সুব্রত প্রামাণিক দিনাজপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মো ফারুকুজ্জাম চৌধুরী  মাইকেল প্রমুখ।

 

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর