ঝুপড়িতে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বেড়াতে আসা বোনের সামনে ভাইকে মারধর করেছে শাখা ছাত্রলীগের একাংশের কর্মীরা। এ ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ঝুপড়িতে এ ঘটনা ঘটে।
মারধরের আহত ছাত্ররা হলেন, মেহের লাল সরকার বিবেক। সে বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। অন্যজনের পরিচয় জানা যায়নি।
এদের মধ্যে বিবেককে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে মারধরকারীরা শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয় ও সাবেক অর্থ সম্পাদক জাহেদ আওয়ালের অনুসারী।
লাল সরকার বিবেক বলেন, আমি আগে থেকেই ঝুপড়িতে বসে ছিলাম। আমার বোন ও বান্ধবী বসা ছিল। পরে বিজয় গ্রুপের কর্মী দিপায়ন দেব (লোক প্রশাসন বিভাগ, ২০১৫-১৬ সেশন) তার গার্লফ্রেন্ডসহ ওই বেঞ্চে বসতে গিয়ে সেখানে পানি দেখতে পায়। এটা নিয়ে আমাকে দোষারোপ করে। পরে সে হলে গিয়ে আরও ৫০-৬০ জন নিয়ে এসে আমার সাথে বেড়াতে আসা আমার বোনের সামনে মারধর করে। এসময় অজ্ঞাত আরেকজনও মারধরের শিকার হয়। পরে সহকারী প্রক্টর হানিফ স্যার এসে আমাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। আমি এর বিচার দাবি করছি। আমি স্যারকে মৌখিক জানিয়েছে কালকে লিখিত অভিযোগ করব।
এ বিষয়ে জানার জন্য বিপায়ন দেবের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া বলেন, মারধরকারীদের চিহ্নিত করা হবে। উভয় পক্ষের বক্তব্য শুনে ব্যবস্থা নিব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন