ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ১৫.৪৯ শতাংশ, যা বিগত বছরের তুলনায় ৪.৫১ শতাংশ বেশি। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে পাসের হার ছিল ১০.৯৮ শতাংশ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও গ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীদে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ২৯,০৫৮জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ২৮,১৬৯ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪,৩৬২ জন শিক্ষার্থী। গত বছর একই সংখ্যক আসনের বিপরীতে ২৫,৯৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল ২,৮৫০ জন শিক্ষার্থী। এ হিসাবে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১,৫১২ জন। গত ১৩ সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU GA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
এতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ১২৫০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর তারিখের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ভর্তিপরীক্ষার ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান করে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর তারিখের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
বিডি-প্রতিদিন/মাহবুব