চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই এসোসিয়েশনর উদ্যোগে আগামী আগামী ২২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস এবং প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী উপলক্ষ্যে এসোসিয়েশনে’র সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে আহবায়ক এবং গিয়াস উদ্দিনকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট উদযাপন পরিষদ গঠন করা হয়। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চবি এলামনাই এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মাহবুবুল আলাম ও সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি খোরশেদ আলম, মো. আবুল কদর ও মো. নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান হারুন, সাংগঠনিক সম্পাদক মো. মোকাদ্দেস আলী মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ কাজী মো. ইমাম বিলু, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সাকী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মুহাম্মদ শাহজাহান চৌধুরী, আইন বিষয়ক সমপাদক প্রফেসর এবিএম নোমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফকরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফেরদাউস বশির প্রমুখ।
মাহবুবুল আলম বলেন, সকলের আন্তরিক প্রচেষ্ঠায় গত ২৩ ফেব্রুয়ারি প্রায় ৫০০ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে দলমত নির্বিশেষে সবার আন্তরিক সমর্থনে ‘চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েন’ গঠিত হয়। এ কমিটির পক্ষ থেকে সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ২২ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত ‘কিং অব চিটাগাং’ এ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সংগঠনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হবে।’
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, ‘এলামনাই এসোসিয়েশন’র সিদ্ধান্ত অনুযায়ী চবি’র প্রাক্তন শিক্ষার্থী যারা সংগঠনের আজীবন সদস্যপদ গ্রহণ করেছেন শুধু তারাই প্রথম পুনর্মিলনীতে অংগ্রহণ করতে পারবেন। তাই চবির প্রাক্তন শিক্ষার্থীদের আজীবন সদস্যপদ গ্রহণের মাধ্যমে আগামী ২২ নভেম্বর পুনর্মিলনীতে অংশগ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার