গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের নবম দিনে ভিসিকে লাল কার্ড দেখায় শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভিসি বিরোধী নানা দুর্নীতির স্লোগান আকাশ বাতাসে ধ্বনিত হচ্ছে। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা লাল কার্ড হাতে নিয়ে জড়ো স্লোগান দেয় “গেট লস গেট লস, ভিসি তুই গেট লস”।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, অনশন ও অবস্থান কর্মসূচির পাশাপাশি ইউজিসি কর্তৃক গঠিত তদন্ত কমিটির কাছে স্মারকলিপি পেশ এবং চোখে কালো কাপড় বেঁধে ভিসি’র অপসারণের এক দফা দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ডেইলি সান পত্রিকার ক্যাম্পাস রিপোর্টার ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার ও আন্দোলনের মুখে বহিষ্কারাদেশ তুলে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে বিরতিহীন অন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে গত শনিবার বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন