নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজুরবাজার অস্থায়ী ক্যাম্পাস টিটিসিতে আলোচনা সভার আয়োজন করে।
আলোচনায় শেহাবির ভিসি রফিকউল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার, র্যাবের মহা পরিচালক বেনজির আহমেদ, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালীসহ অন্যরা।
টিটিসির একটি ক্লাস রুমে আলোচনা সভার মধ্য দিয়েই জন্মদিন উদযাপন করায় প্রথমে কিছুটা বিশৃঙ্খলা হলেও পরবর্তীতে অনুষ্ঠান শেষে ভিসি ক্ষমা প্রার্থনা করেন।
অনুষ্ঠানের মূখ্য আলোচক র্যাবের ডিজি বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশের সংবিধানে জুয়া নিষিদ্ধ। এর বিরুদ্ধে ক্যাসিনো জুয়া বন্ধে সারাদেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। আর তা শেষ হলেই কেবল এ অভিযান সমাপ্ত করা হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ