প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র্যালি ও শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। র্যালিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নের্তৃত্বে আনন্দ র্যালী জয় বাংলা চত্বরের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জয় বাংলা ভাস্কর্যের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা সঠিকভাবে বাস্তবায়ন করা একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব, যা ইতিমধ্যেই সমগ্র বিশ্ববাসীর কাছে পরিলক্ষীত হয়েছে। আমাদের প্রাণের নেত্রী সুস্থ ও সফলতার সাথে দীর্ঘজীবী হোন, এটাই দোয়া করি মহান আল্লাহর কাছে।
সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল তার সুযোগ্যা কন্যা সে স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতায় আছেন বলেই উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। এসময় তিনি দেশবাসীর কাছে বিশ্বনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ