সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। শনিবার বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ২০০ সুবিধা বঞ্চিত শিশু নিয়ে বেলুন, ফেস্টুন উড়িয়ে জন্মদিন উদযাপন করেন তিনি।
অনুষ্ঠানে শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল নবজাগরণ ফাউন্ডেশন। এসময় শিশুদের মাঝে দুপুরের খাবারও বিতরণ করেন এমপি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের সাংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী (এমপি)। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য জাকিরুল ইসলাম শান্ত, রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কাকন হাট পৌরসভার মেয়র প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম