আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আজ শনিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অডিটরিয়ামে এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান দোয়া মোনাজাতে অংশ নেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রক্টর, প্রভোষ্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, পরিচালকবৃন্দ, দপ্তর প্রধানগন, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দোয়া-মোনাজাতে অংশগ্রহন করেন।
মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ