গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র আন্দোলনরত শিক্ষার্থীরা কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে ২০ পাউন্ড ওজনের কেক কাটেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন।
অন্যদিকে, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের অপসারণের দাবিতে এক দফার আন্দোলন দশম দিন অতিবাহিত করেছে। এক দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শনিবারও প্রশাসনিক ভবনের সামনের প্রধান ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে আন্দোলন স্থানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।
এদিকে, বিকেলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনা করে ক্যাম্পাস মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার