বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার বিকেলে টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।
প্রতিষ্ঠার সময় সংগঠনটির নাম ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় ওল্ড বয়েস এসোসিয়েশসন। এর পর দীর্ঘ পরিক্রমায় সেটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য শুরু হয় ঐতিহ্যবাহী সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। নৃত্য পরিবেশনার পর কাটা হয় কেক।
এরপর টিএসসি অডিটরিয়ামে অ্যালমাম্যাটারের প্রতি দায়বদ্ধতা- নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অ্যালামনাই সভাপতিসহ অন্য বক্তারা বিশ্বের সেরা এক হাজারের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকায় আক্ষেপ প্রকাশ করেন।
এছাড়া অ্যালামনাই এসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কি করতে পারে সে ব্যাপারেও প্রস্তাব দেন আলোচকরা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে টিএসসি প্রাঙ্গন সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
বিডি প্রতিদিন/হিমেল