গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় কমিশনের তদন্ত কমিটি এ সুপারিশ করেছে।
রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন ইউজিসির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব