১৯ অক্টোবর, ২০১৯ ১৩:০৯

শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

দুর্বৃত্তদের হামলায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনাম অসুস্থ হওয়ার পর চার দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ দুপুর সাড়ে ১২টায় তারা এ মহাসড়কে অবস্থান নেন। ফলে এ সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

এসময় তারা নিরাপদ ক্যাম্পস নিশ্চিতসহ ফিরোজ আনামের উপর হামলাকারীদের শাস্তির দাবি করেছেন। সড়ক অবরোধে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বাম সংগঠনের নেতারা রয়েছেন। 

এর আগে গতকাল রাতে প্রক্টরের আশ্বাসের পর আন্দোলন আপাতত স্থগিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। ফিরোজ আনামের অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর