২২ অক্টোবর, ২০১৯ ২২:১২

হিউম্যান রাইটস সামার স্কুল কর্মশালায় সিলেটের সামিরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হিউম্যান রাইটস সামার স্কুল কর্মশালায় সিলেটের সামিরা

এমপাওয়ারমেন্ট থ্রো ল’ অব দ্য কমন পিপল (এলকপ) আয়োজিত ‘২০তম হিউম্যান রাইটস সামার স্কুল কর্মশালায়’ অংশগ্রহণ করেছেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিরা সিদ্দিকা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এ তথ্য জানায়।

জনসংযোগ শাখা জানায়, মানিকগঞ্জের কৈট্টাতে প্রায় দুই সপ্তাহব্যাপী এ কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। এতে দেশ-বিদেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের আইনের ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এলএলবি (অনার্স) প্রোগ্রামের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী সামিরা সিদ্দিকা। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাকাডেমিক এক্সিলেন্স শ্রেণিতে ৭ম স্থান অধিকার করেন। এবার কর্মশালায় সেশন পরিচালনা করেন জাতিসংঘ, ইতালি, ইরান ও নেপাল থেকে আসা অভিজ্ঞ আইনের অধ্যাপক ও প্রতিনিধিবৃন্দ।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর