বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি এএসএম নাজমুস সাদাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে নিয়মানুযায়ী তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, রিমান্ডে থাকা কালিন সময়ে আসামি নাজমুস সাদাত ঘটনার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওয়াহেদুজ্জামান তাকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রোকর্ড করার আবেদন করেন। পরে ঘটনার বিষয়ে বিচারকের সামনে বিস্তারিত বর্নণা করেন আসামি নাজমুস সাদাত।
আসামি নাজমুস সাদাত জয়পুরহাট জেলার সদর থানার কড়ই উত্তর পাড়ার মো. হাফিজুর রহমানের ছেলে। তাকে গত ১৫ অক্টোবর গ্রেফতার করা হয়।
এই হত্যা মামলায় এর আগে বুয়েটছাত্র ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিয়ন, অনিক সরকার, মুজামিদুর রহামান মুজাহিদ, রবিন, মনির আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আবরারের বাবা রাজধানীর চকবাজার থানায় ১৯ জনের নামে বাদী হয়ে মামলা করে। পরে ১৯ আসামিকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তারা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।
বিডি-প্রতিদিন/মাহবুব