শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর বার্ষিক সাধরণ সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিফাত আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর, কোষাধ্যক্ষ এনামুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী কবীর, কার্যনিবাহী সদস্য হোসাইন ইমরান, আরাফ আহমদ, মোয়াজ্জেম আফরানসহ সাধারণ সদস্যবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক সাইফ সায়েম।
সাধারণ সভায় প্রেসক্লাবের বর্তমান কমিটির বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ