রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা।
আজ বুধবার রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মর্তুজা নুর ও সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ এসব জানান।
এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনের শুরুতে সকাল সাড়ে নয়টায় রুরুর রাকসু ভবনস্থ কার্যালয়ে কেক কেটে উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর রাকসু ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। পরে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে ‘আগামী দিনের সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সবশেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় রুরু কার্যালয়ে সাবেক ও বর্তমান সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মর্তুজা নুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক তানজিমুল হক। এছাড়া আলোচক হিসেবে থাকবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল।
বিডি প্রতিদিন/এ মজুমদার